ডেভসংকেত

ইয়ার্ন

ইয়ার্ন হল ডেভলপারদের কাছে সর্বাধিক জনপ্রিয় একটি প্যাকেজ ম্যানেজার। ছোট কিংবা বড় সকল ধরনের প্রজেক্ট ম্যানেজ করার জন্য অত্যান্ত সহজ ও নির্ভরযোগ্য সমারধান হল ইয়ার্ন প্যাকেজ ম্যানেজার।

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    ইয়ার্ন সম্পর্কিত সাধারণ তথ্য

    • Yarn ইনস্টলেশন সম্পর্কিত সার্বিক তথ্য দেখা

      yarn info
    • Yarn এর সকল কমান্ড ও ফ্লাগ সম্পর্কিত তথ্য দেখতে

      yarn help
    • Yarn এর ভার্শন দেখা

      yarn -v বা  yarn --version
    • yarn.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট

      yarn adduser
    • yarn.com এ অ্যাকাউন্টে লগইন

      yarn login
    • পাবলিশিং প্যাকেজ আপডেট করতে

      yarn version <major/minor/patch>

    প্যাকেজ ইনস্টল,রিমুভ,আপডেট সম্পর্কিত কমান্ডসঃ

    • package.json ফাইলে উল্লেখকরা প্যাকেজসমুহ ইনস্টল করা

      yarn
    • লোকালি প্যাকেজ ইনস্টল করা

      yarn add <package-name>
    • গ্লোবালি প্যাকেজ ইনস্টল করা

      yarn global add <package-name>
    • নির্দিষ্ট ভার্শনের প্যাকেজ লোকালি ইনস্টল করা

      yarn add <package-name>@version
    • নির্দিষ্ট ভার্শনের প্যাকেজ গ্লোবালি ইনস্টল করা

      yarn global add <package-name>@version
    • ডেভ ডিপেনডেন্সি হিসেবে প্যাকেজ ইনস্টল করা

      yarn add <package-name> --dev
    • লোকাল প্যাকেজ আনইনস্টল করতে

      yarn remove <package-name>
    • গ্লোবাল প্যাকেজ আনইনস্টল করতে

      yarn global remove <package-name>
    • লোকালি আউটডেটেড প্যাকেজ সমূহ দেখা

      yarn outdated
    • গ্লোবালি আউটডেটেড প্যাকেজ সমূহ দেখা

      yarn global outdated
    • লোকাল প্যাকেজ সমূহ আপডেট করতে

      yarn upgrade
    • গ্লোবাল প্যাকেজ সমূহ আপডেট করতে

      yarn global upgrade
    • প্রোজেক্টে ব্যবহৃত সব প্যাকেজ আপডেট না করে নির্দিষ্ট প্যাকেজ আপগ্রেড করতে

      yarn upgrade-interactive 
    • package.json থেকে অব্যবহৃত প্যাকেজ রিমুভ করতে

      yarn autoclean 

    প্যাকেজ সম্পর্কিত সাধারন তথ্যঃ

    • Yarn দিয়ে প্রজেক্ট শুরু করার সময় প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিয়ে package.json ফাইল ইনিশিয়ালাইজেশন

      yarn init
    • কোনো প্রশ্নের উত্তর না দিয়ে package.json ফাইল ইনিশিয়ালাইজেশন

      yarn init -y
    • কোন প্যাকেজের তথ্য দেখতে

      yarn info <package-name> 
    • নির্দিষ্ট ফরম্যাটে কোন প্যাকেজের তথ্য দেখতে

      yarn info <package-name> <field>
    • কোন প্যাকেজের নির্দিষ্ট ভার্সনের তথ্য দেখতে

      yarn info <package-name>@<version> 
    • কোন প্যাকেজের সকল ভার্সনের তথ্য দেখতে

      yarn info <package-name> versions
    • প্রোজেক্টে ব্যবহৃত প্যাকেজের লাইসেন্স দেখতে

      yarn licenses ls 
    • প্রোজেক্টে কোন নির্দিষ্ট প্যাকেজ ব্যবহৃত হচ্ছে কিনা জানতে

      yarn why <package-name> 
    • লোকালি ইনস্টল্ড সকল ডিপেনডেন্সি, ডেভডিপেনডেন্সি এবং ডিপেনডেন্সির ডিপেনডেন্সির লিস্ট ও ভার্শন

      yarn list
    • গ্লোবালি ইনস্টল্ড সকল ডিপেনডেন্সি, ডেভডিপেনডেন্সি এবং ডিপেনডেন্সির ডিপেনডেন্সির লিস্ট ও ভার্শন

      yarn global list
    • শুধুমাত্র নিজের অ্যাপলিকেশনের ডিপেনডেন্সি ও ডেভডিপেনডেন্সির লিস্ট এবং তাদের ভার্সন

      yarn list --depth=0
    • গ্লোবালি ইনস্টল্ড প্যাকেজসমূহের লিস্ট ও তাদের ভার্সন

      yarn global list --depth=0
    • package.json এর যেকোন স্ক্রিপ্ট রান করতে

      yarn <script-name>

    npm এর সমতুল্য

    • npm

      yarn
    • npm init

      yarn init
    • npm install

      yarn
    • npm install gulp --save

      yarn add gulp
    • npm install gulp --save-dev --save-exact

      yarn add gulp --dev --exact
    • npm install -g gulp

      yarn global add gulp
    • npm update

      yarn upgrade
    • ./node_modules/.bin/gulp

      yarn run gulp

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর