ডেভসংকেত

শর্টকাট কী - ওয়েবস্টোর্ম

ওয়েবস্টোর্ম এর প্রয়োজনী উইন্ডোজ শর্টকাট কী

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    কোড

    • রিফরম্যাট কোড

      Ctrl + Alt + L
    • অটো ইন্ডেন্ট লাইন

      Ctrl + Alt + I
    • অটোকমপ্লিট সাজেশন সিলেক্ট করতে

      Ctrl + Space
    • লাইন উপরে সরানো

      Alt + Shift + আপ কী
    • লাইন নিচে নামানো

      Alt + Shift + ডাউন কী
    • স্টেটমেন্ট উপরে সরানো

      Ctrl + Shift + আপ কী
    • স্টেটমেন্ট নিচে নামানো

      Ctrl + Shift + ডাউন কী

    ন্যাভিগেশন

    • ফাইল খুজে ওপেন করা

      Ctrl + Shift + N
    • ক্লাস খুজে ওপেন করা

      Ctrl + N
    • নির্দিষ্ট কোন লাইনে যাওয়া

      Ctrl + G
    • সর্বশেষ ইডিট লোকেশনে যাওয়া

      Ctrl + Shift + Backspace
    • পরবর্তী মেথড যাওয়া

      Alt +  ডাউন কী
    • পূর্ববর্তী মেথডে যাওয়া

      Alt +  আপ কী

    কমেন্ট

    • লাইন কমেন্ট করা

      Ctrl + /
    • ব্লক কমেন্ট

      Ctrl + Shift + /

    রিফাক্টর

    • ফাইলের নাম পরিবর্তন

      Shift + F6
    • ফাইল কপি

      F5
    • ফাইল মুভ

      F6

    এডিটর একশন

    • মাউস টেনে রেক্টেঙ্গুলার সিলেক্ট টেক্সট

      Ctrl + Alt + Shift + 1
    • কোড ব্লক এর শেষে যেতে

      Ctrl + ]
    • কোড সিলেক্ট করে ব্লক এর শেষে যেতে

      Ctrl + Shift + ]
    • লাইন ডিলিট করা

      Ctrl + Y
    • লাইন ডুপ্লিকেট করা

      Ctrl + D
    • লাইন জয়েন করা

      Ctrl + Shift + J

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর