ডেভসংকেত

রিঅ্যাক্ট নেটিভ

মাত্র জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে নিমিশেই এন্ড্রয়েড এবং আইওএস এপ বানিয়ে ফেলার যুগান্তকারী টেকনোলোজি হচ্ছে রিয়েক্ট নেটিভ

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    রিঅ্যাক্ট নেটিভ ইন্সটল করা

    • Expo ব্যবহার করে ইন্সটল করা

      npx create-expo-app <project-name>
    • Native CLI ব্যবহার করে ইন্সটল করা

      npx react-native init <project-name>

    বর্ডার সেট করা

    • নিচে ১ পিক্সেল পরিমান বর্ডার দেয়া

      borderBottomWidth : 1
    • বাম পাশে ১ পিক্সেল পরিমান বর্ডার দেয়া

      borderLeftWidth : 1
    • ডান পাশে ১ পিক্সেল পরিমান বর্ডার দেয়া

      borderRightWidth : 1
    • উপরে ১ পিক্সেল পরিমান বর্ডার দেয়া

      borderTopWidth : 1
    • যখন ভিউ lts থেকে শুর হয় তখন ডান পাশের বডার

      borderEndWidth : 1
    • যখন ভিউ lts থেকে শুর হয় তখন বাম পাশের বডার

      borderStartWidth : 1
    • বর্ডারের পুরুত্ব এর পরিমান

      borderWidth : 1

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর