ডেভসংকেত

এইচটিএমএল

এইচটিএমএল(HTML) এর পূর্নরুপ হচ্ছে Hypertext Markup Language, ওয়েব পেজ ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরী করার জন্যে স্ট্যান্ডার্ড মার্কাপ ল্যাংগুয়েজ হিসেবে ব্যবহৃত হয়

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    সাধারণ

    • এইচটিএমএল ডকুমেন্ট তৈরী করা

      <html>...</html>
    • টাইটেলসহ অন্যান্য তথ্য সেট

      <head>...</head>
    • দৃশ্যমান অংশ সেট

      <body>...</body>
    • ডকুমেন্ট এর টাইটেল সেট

      <title>...</title>

    বডি অ্যাট্রিবউট(ইমেইল টেমপ্লেট)

    • ব্যাকগ্রাউন্ড কালার সেট

      <body bgcolor=...>...</body>
    • লেখার কালার সেট

      <body text=...>...</body>
    • লিঙ্ক এর কালার সেট

      <body link=...>...</body>
    • ভিসিট করা লিঙ্ক এর কালার সেট

      <body vlink=...>...</body>
    • অ্যাক্টিভ লিঙ্ক এর কালার সেট

      <body alink=...>...</body>

    লেখার ট্যাগ

    • ফরম্যাটেড লেখা

      <pre>...</pre>
    • হেডলাইন

      <[h1-h6]>...</[h1-h6]>
    • বোল্ড লেখা

      <b>...</b>
    • ইটালিক লেখা

      <i>...</i>
    • টাইপরাইটার স্টাইল লেখা

      <tt>...</tt>
    • কোড লেখা

      <code>...</code>
    • citation

      <cite>...</cite>
    • অ্যাড্রেস লেখার সেকশন

      <address>...</address>
    • Emphasize

      <em>...</em>
    • strong

      <strong>...</strong>
    • ফন্ট সাইজ সেট(1-7)

      <font size=...>...</font>
    • ফন্ট কালার সেট

      <font color=...>...</font>
    • ফন্ট সেট

      <font face=...>...</font>

    লিঙ্ক

    • কোনো ইউআরএল এ হাইপারলিঙ্ক সেট

      <a href="ইউআরএল">লেখা</a>
    • কোনো ইমেইলে এ হাইপারলিঙ্ক সেট

      <a href="mailto:ইমেইল">লেখা</a>
    • ডকুমেন্ট এর মধ্যেই লিঙ্ক সেট

      <a name="নাম">লেখা</a>
    • পেজের মধ্যেই লিঙ্ক সেট

      <a href="#নাম">লেখা</a>

    ইনপুট ট্যাগ

    • ইমেইল অ্যাড্রেস এর জন্যে ইনপুট

      <input type="email" name="নাম">
    • ইউআরএল এর জন্যে ইনপুট

      <input type="url" name="নাম">
    • নাম্বার এর জন্যে ইনপুট

      <input type="number" name="নাম">
    • নাম্বার রেঞ্জ এর জন্যে ইনপুট

      <input type="range" name="নাম">
    • তারিখ এর জন্যে ইনপুট

      <input type="date/month/week/time/datetime/datetime-local" name="নাম">
    • সার্চ এর জন্যে ইনপুট

      <input type="search" name="নাম">
    • কালার এর জন্যে ইনপুট

      <input type="color" name="নাম">
    • টেলিফোন নাম্বার এর জন্যে ইনপুট

      <input type="tel" name="নাম">

    টেবিল অ্যাট্রিবউট

    • বর্ডারের দৈর্ঘ্য সেট

      <table border=...>...</table>
    • সেলের মধ্যকার স্পেস

      <table cellspacing=...>...</table>
    • সেলের বর্ডার এবং কন্টেন্ট এর মধ্যকার স্পেস

      <table cellpadding=...>...</table>
    • টেবিলের দৈর্ঘ্য

      <table width=...>...</table>
    • রো এর ভিতরে সেলের অ্যালাইনমেন্ট

      <tr align=...>...</tr>
    • সেলের অ্যালাইনমেন্ট

      <td align=...>...</td>
    • রো এর ভিতরে সেলের উপর-নিচ অ্যালাইনমেন্ট

      <tr valign=...>...</tr>
    • সেলের উপর-নিচ অ্যালাইনমেন্ট

      <td valign=...>...</td>
    • একটা সেলের রো সংখ্যা

      <td rowspan>...</td>
    • একটা সেলের কলাম সংখ্যা

      <td colspan>...</td>
    • সেলের লাইন না ভাঙ্গা

      <td nowrap>...</td>

    ফরম্যাট

    • নতুন প্যারাগ্রাফ তৈরী

      <p>...</p>
    • লাইন ব্রেক

      <br>
    • উক্তি তৈরী করা

      <blockquote>...</blockquote>
    • ব্লক সেকশন তৈরী

      <div>...</div>
    • একই লাইনে সেকশন তৈরী

      <span>...</span>

    বডি অ্যাট্রিবউট(ইমেইল টেমপ্লেট)

    • অর্ডারবিহীন লিস্ট তৈরী

      <ul>...</ul>
    • অর্ডার লিস্ট তৈরী

      <ol>...</ol>
    • লিস্ট আইটেম

      <li>...</li>
    • ডেফিনেশন লিস্ট তৈরী

      <dl>...</dl>
    • ডেফিনেশন টার্ম

      <dt>...</dt>
    • ডেফিনেশন বর্ণনা

      <dd>...</dd>
    • ডিলেট বর্ণনা

      <del>...</del>
    • সংক্ষেপণ

      <abbr>...</abbr>
    • সংক্ষিপ্ত বিবরণ

      <acronym>...</acronym>
    • চিত্রের ভিতরের একটি অঞ্চল সংজ্ঞা দেয়

      <area>...</area>

    গ্রাফিক্যাল ইলিমেন্ট

    • হরিজন্টাল লাইন

      <hr>
    • হরিজন্টাল লাইনের উচ্চতা

      <hr size>
    • হরিজন্টাল লাইনের দৈর্ঘ্য

      <hr width>
    • হরিজন্টাল লাইন ছায়া ছাড়া

      <hr noshade>
    • ইমেজ যুক্ত ইউআরএল দিয়ে

      <img src="ইউআরএল">
    • ইমেজ অ্যালাইন করা

      <img ... align=...>
    • ইমেজে বর্ডার

      <img ... border=...>
    • ইমেজের উচ্চতা

      <img ... height=...>
    • ইমেজের দৈর্ঘ্য

      <img ... width=...>
    • ইমেজের বিকল্প লেখা

      <img ... alt="বিকল্প-লেখা">

    ফর্ম

    • ফর্ম তৈরী

      <form>...</form>
    • একাধিক সিলেক্ট করার মেনু তৈরী

      <select multiple name="নাম" size="সাইজ">...</select>
    • সিলেক্ট করার মেনু তৈরী

      <select name="নাম">...</select>
    • সিলেক্ট মেনুর অপশন

      <option>...</option>
    • লেখার বক্স তৈরী কলাম রো সহ

      <textarea name="নাম" cols=... rows=...>...</textarea>
    • চেকবক্স তৈরী

      <input type="checkbox" name="নাম" value="ভ্যালু">
    • চেকবক্স চেক অবস্থায় তৈরী

      <input type="checkbox" ... ... checked>
    • রেডিও বাটন তৈরী

      <input type="radio" name="নাম" value="ভ্যালু">
    • রেডিও বাটন চেক অবস্থায় তৈরী

      <input type="checkbox" ... ... checked>
    • লেখার বক্স তৈরী

      <input type="text" name="নাম" value="ভ্যালু">
    • সাবমিট বাটন তৈরী

      <input type="submit" value="ভ্যালু">
    • রিসেট বাটন তৈরী

      <input type="reset" name="নাম" value="ভ্যালু">

    টেবিল

    • টেবিল তৈরী

      <table>...</table>
    • রো সেট

      <tr>...</tr>
    • রো তে সেল সেট

      <td>...</td>
    • টেবিল হেডার

      <th>...</th>

    এইচটিএমএল ৫

    • ইন্ডিপেনডেন্ট কন্টেন্ট অথবা ডকুমেন্ট

      <article></article>
    • রিলেটেড অংশ একটা পেজের

      <aside></aside>
    • আডিও ফাইল সংযুক্ত

      <audio src=""></audio>
    • গ্রাফিকাল কিছু প্রেসেন্ট করতে

      <canvas></canvas>
    • অতিরিক্ত ইনফরমেশন

      <details></details>
    • বাহিরের কোন ইন্টারেক্টিভ কন্টেন্ট

      <embed src="" type="">
    • স্বয়ংসম্পূর্ণ প্রবাহ সামগ্রী

      <figure></figure>
    • ফুটার সেকশন এর জন্য

      <footer></footer>
    • হেডার সেকশন এর জন্য

      <header></header>
    • একটি সেকশনের প্রধান

      <hgroup></hgroup>
    • ন্যাভিগেশন

      <nav></nav>
    • একটি জেনেরিক ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন বিভাগ

      <section></section>
    • ভিডিও ফাইল সংযুক্ত

      <video src=""></video>
    • লাইন বিরতির সুযোগ

      <wbr>

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর