ডেভসংকেত

হিরোকো কমান্ড লাইন

হিরোকো(heroku) কমান্ড লাইনের হেল্প গাইড

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    সাধারণ

    • কমান্ড লাইনের ভার্শন

      heroku --version
    • কমান্ড লাইন আপডেট

      heroku update
    • এক্সিটিউবেল লোকেশন

      which heroku
    • সাহায্য

      heroku help
    • নির্দিষ্ট কোনো কমান্ড এর সাহায্য

      heroku help কমান্ড এর নাম
    • ডাইনোস রিস্টার্ট

      heroku restart
    • লগিন করা সদস্যের নাম

      heroku whoami

    তথ্য

    • অ্যাপ সম্পর্কে তথ্য

      heroku info
    • অ্যাপ কনফিগ

      heroku config
    • নির্দিষ্ট কনফিগ ভেরিয়েবলের মান

      heroku config:get ভেরিয়েবলের নাম
    • অ্যাপ এর অবস্থা

      heroku ps
    • অ্যাপ এর লগ

      heroku logs

    ডোমেইন ম্যানেজ

    • ডোমেইন অ্যাড করা

      heroku domains:add ডোমেইন-এর-নাম
    • ডোমেইন রিমুভ করা

      heroku domains:remove ডোমেইন-এর-নাম
    • সবগুলো ডোমেইন রিমুভ করা

      heroku domains:clear

    ডাটাবেইজ ম্যানেজ

    • ডাটাবেইজ তৈরি

      heroku addons:create heroku-postgresql:hobby-dev
    • ডাটাবেইজ সম্পর্কে তথ্য

      heroku pg:info
    • ডাটাবেইজ কানেকশান এর তথ্য

      heroku pg:credentials:url

    শুরু করা

    • লগিন

      heroku login
    • অ্যাপ তৈরী

      heroku create নাম
    • অ্যাপ নামকরণ

      heroku apps:rename নতুন-নাম
    • অ্যাপ ডিপ্লয়

      git push heroku master
    • অ্যাপ ব্রাউজারে ওপেন

      heroku open

    এসএসএইচ ম্যানেজ

    • কী অ্যাড করা

      heroku keys:add
    • কী রিমুভ করা

      heroku keys:remove কী-এর-নাম
    • সবগুলো কী লিস্ট করা

      heroku keys

    এডোন্স

    • এপ্লিকেশনে যুক্ত সকল এডোন্স

      heroku addons
    • নতুন এডোন্স যুক্ত করা

      heroku addons:create SERVICE:PLAN
    • এডোন্স বাদ দেয়া

      heroku addons:destroy এডোন্স এর নাম 

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর